
ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাহিত্যের গদ্য ধারাগুলোর মধ্যে ছোটগল্প লেখা সবথেকে কঠিন। অল্প পরিসরে দারুণ কিছু করে ফেলেন একজন দক্ষ গল্পকার। সেখানে আমার মত নিতান্তই অপটু এবং শিক্ষানবিশ লেখক পুরোই অকেজো। তারপরও হয়ত কখনো মন চাইলে কিছুমিছু লিখে ফেলতে পারি। সেগুলোই এখানে যোগ করে দেয়া হবে।All Rights Reserved