1 part Complete প্রতিব ছরের মতো এই বছরও গুহ বাড়িতে খুব জাঁকজমক করে কালীপুজোর আয়োজন করা হয়েছে। পূজামণ্ডপে বসে আছে গুহ পরিবারের ছেলে অঞ্জন। নিজের বান্ধবী কে সঙ্গে নিয়ে সে উপভোগ করছে পুজোর মনোরম পরিবেশ; ঠিক তখনই একটা উড়ো কল আসে ওর মোবাইলে। এক অজ্ঞাত কণ্ঠ ওকে ডেকে পাঠায় বাড়ির পশ্চিম দিকের বট গাছটার তলায়। কে করেছে এই ফোন? কেনই বা সেই ব্যক্তি একান্তে দেখা করতে চায় অঞ্জনের সাথে? সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে পড়ে দেখুন "বন্ধু"