প্রত্যন্ত গ্রাম মায়াপুর । এ যেন এক মা "ছায়া সুনিবিড় শান্তির নীড়" গ্রামটিকে মায়ের মতো মনে হয় । 'সুজলা সুফলা শস্য শ্যামলা' বিশেষণটা এ গ্রামের ক্ষেত্রে বেশ মানিয়ে যায়। চারদিকে সবুজের সমারোহ, পাখ-পাখালির কোলাহল, মাটির সোঁদা গন্ধ কিংবা পাকা ধানের বিস্তৃত মাঠ গ্রামের জৌলস বাড়িয়ে দিয়েছে অনেকটা। প্রকৃতি যেন তার যৌবনের সবটুকু রঙ দিয়ে খুব যত্ন করে সাজিয়েছে গ্রামটিকে।Tutti i diritti riservati
1 parte