Movie: War (2019 film)
IMDB: 7.5
P.R: 8.5
এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর স্টোরি, বর্তমানে যেখানে বেশিরভাগই দেখা যায় যে এ্যাকশান ফিল্মগুলোর স্টোরি অনেক দূর্বল হয়, সেখানে এই মুভির স্টোরি ছিলো একদম পারফেক্ট👍 একের পর এক টুইস্টের মাধ্যমে আপনাকে মুভির শেষের দিকে টেনে নিয়ে যাবে। ট্রাস্ট মি, বোর হওয়ার সুযোগ পাবেন না
হৃত্বিকের দূর্দান্ত অভিনয়ের মধ্যেও যে বেশি নজর কেড়েছে সে হচ্ছে টাইগার শ্রফ।
আমার দেখা টাইগারের বেস্ট পারফর্মেন্স ছিলো এটি, আগের থেকে টাইগারের এ্যাক্টিং ইমপ্রুভমেন্ট এই মুভিতে যথেষ্ট লক্ষনীয়।
তবে মুভির শেষ পর্যায়ে এসে টাইগারকে এধরনের ক্যারেক্টারে দেখতে একদমই প্রস্তুত ছিলাম না😨 যাইহোক আশা করি এবার থেকে টাইগারের এ্যাক্টিং নিয়ে সমালোচনা অনেক কমে যাবে😊
পারফেক্ট এ্যাকশান থ্রিলার👌👌