"ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা,, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারি দু-চারটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইলো না শেষ।" ______রবীন্দ্রনাথ ঠাকুর।