1 part Complete - না আন্টি না, দয়া করে আমার কথাটা শুনুন!
- আর কিছুই আমি শুনতে ও ভাবতে চাই না মিচকি। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি যা করার তা করে নিয়েছি, ইয়ে মানে করে নেব।
-আন্টি এমন করব েন না দোহাই আপনার, চাইলে আমি আমার সব চকলেট আপনার নামে লিখে দেব , তাও আমার অবলা অপয়া বান্ধবীটাকে রেহাই দিন।ও আমায় ছেড়ে চলে গেলে কার সাথে স্কুলে যাব??কার সাথে বক বক্ করবো?? বল রাধা বল.. ইয়ে মানে বল আন্টি বল??