নদীর ওপর দাঁড় করানো ধাবার চারপাশটা দাউ দাউ করে পুড়ছে। বাহির টা এভাবে পুড়ছে, নাজানি ভেতরটার কি হাল। চার-পাঁচ জন লোক ধস্তাধস্তি করছে দিনেয কে আটকানোর জন্যে। কিন্তু তাঁর শক্তির সাথে কেউ পেরে উঠছেনা। সে ক্রমেই চিৎকার করে যাচ্ছে- - "ছাড়ো আমাকে, ছাড়ো। আমার নীলান্তিকা..."All Rights Reserved