বাতাসের বেগে ঘর বাড়ি ভেঙ্গে যাবার উপক্রম হয়েছে আর একদিকে আমার মনও, তবে সেটা সামনে বসে থাকা মেয়েটার জন্য। এত করে জিজ্ঞেস করার পরও কোনো কথা বলল না! কি মেয়ে রে বাবা! আজ আমি সাহায্য না করলে রাস্তায় পরে মরে থাকতে হত। অথচ এতটুকু কৃতজ্ঞতাও নেই মনে? সেই কখন থেকে একটা কাগজ নিয়ে পরে আছে। কি এমন লেখা আছে ওখানে? একটু উঁকি দিতে পারলে ভালো হতো।ক্রিং ক্রিং করে ফোনটা বেজেই চলছে। বেশ বিরক্তির সুরেই ধরলাম: হ্যাঁ, কে?All Rights Reserved
1 part