1 part Ongoing সব অন্যায় র ুদ্ধ করো সব অবিচারকে ধ্বংস করো। এখনই সময় ঘুরে দাঁড়ানোর, প্রতিবাদে উত্তাল হওয়ার। ভয় পেয়ো না, পিছু হেটো না। ভয় পেলেই সুযোগ পাবে তোমার চারিপাশে থাকা জানোয়ারগুলো! সেই জানোয়ার গুলোর পশুত্ব আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দাও। আর মনুষত্বকে জাগ্রত করো। মনে রেখো মনুষত্বের ঊর্ধ্বে কিছুই নেই!