চারিদিকে প্রচণ্ড অন্ধকার। খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রবিন। পুরো শরীর থরথর করে কাঁপছে রবিনের। মানুষ দুটো সময়ে কাঁপে, প্রথমত ভয় পেলে আর দ্বিতীয়ত রাগে। রবিনের মধ্যে বর্তমানে দুটোই বিদ্যমান আছে। হঠাৎ পেছন দিক থেকে আওয়াজ এলো। রবিন পেছনে ফিরে তাকালো। অন্ধকারে রক্তের মধ্যে লাল দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। চোখ দুটো রবিনের দিকে তেড়ে আসতে লাগলো। তরবারিটা শক্ত করে দুই হাত দিয়ে ধরে রবিন। আর বলতে থাকে আয় আমার কাছে আয়। আজ তোকে আমি ছাড়বো না। তুই আমার ভাই, আর আমার বন্ধুদের মেরেছিস। আজ হয়তো তুই মরবি নাহলে আমি। মূহুর্তের মধ্যেই প্রাণীটা রবিনের উপর ঝাঁপিয়ে পড়লো। গূহার দেওয়াল ভেঙ্গে মহলের পিছনের ডোবায় গিয়ে পড়ে রবিন। প্রাণীটা ওর বুকের মধ্যে কামড়ে ওকে আহত করে দিয়েছে। আর রবিনও প্রাণীটার বুকে তরবারি গেঁথে দিয়েছে। বুকের মধ্যে গাঁথা তরবারি নিয়ে আহত প্রাণAll Rights Reserved