1 part Complete পৌষ মেলায় বেড়ানোর জন্য একদম শেষ মুহূর্তে বোলপুরে আসেন গল্পের কথক। এবং বলাই বাহুল্য, এমন সময়ে কোনও হোটেলে একখানা ফাঁকা ঘর পেতে বেজায় নাকাল হতে হয় তাঁকে। তবে সব মুশকিল আসান করে দেয় হোটেল রবিতীর্থ । রাস্তায়-রাস্তায় চক্কর কাটছেন, ঠিক তখনই এক বৃদ্ধ চা-ওয়ালার কাছ থেকে সন্ধান মেলে এই পাণ্ডববর্জিত হোটেলের। হাঁপ ছেড়ে বাঁচেন ভদ্রলোক। তবে সেখানে তাঁর জন্য অপেক্ষা করছে কোন ভুতুড়ে চমক? উত্তর জানতে হলে পড়ে দেখুন "হোটেল রবিতীর্থ"