2 parts Complete একটা অদ্ভুত ধরণের কেস হাতে আসে গোয়েন্দা অনুব্রত বসুর। কোনও এক অজ্ঞাত খুনী নির্বাধ হত্যালীলা চালিয়ে যাচ্ছে কলকাতার বিভিন্ন এলাকায়। আততায়ীর একটি বিচিত্র অভ্যেস....সে খুন করার পর অত্যন্ত দক্ষ হাতে ভিক্টিমের লাশ নিয়ে কাটাছেঁড়া করে। নিজের ছোট ভাই কে সঙ্গে নিয়ে কেসের তদন্তে নেমে পড়ে অনুব্রত। দুই ভাই কি পারবে একসাথে মিলে এই কেসের সমাধান করতে? নাকি সিরিয়াল কিলার 'দ্যি কাটথ্রোট' এইবারও সফল হবে নিজের অসৎ উদ্দেশ্যে? উত্তর পেতে হলে পড়ুন ধারাবাহিক গল্প "দ্যি কাটথ্রোট"