"সেই তুমি" একটা টিপিক্যাল বেঙ্গলি ইমোশনাল স্টরী... এই গল্পে আমি চরিত্রগুলি নির্বাচন করেছি স্পেশালি বেঙ্গলী ইমোশন এর ওপর বেস করে...এবং সম্পূর্ণ ভাবে কল্পনা করা হয়েছে,কারোর ব্যক্তিগত জীবন কে টার্গেট করে ভাবা বা লেখা হইনি।
এটি আবেগ,ভালোলাগা, কিছু পাওয়া, কিছু না পাওয়া,জীবনের ছোটো ছোটো ইচ্ছে এই সবে পরিপূর্ণ একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প।
বাঙালিরা সত্যিই খুব আবেগপ্রবণ হয়, তার জীবনসঙ্গী তাকে ঠকিয়ে চলে যাওয়ার পরেও সে অপেক্ষায় থাকে হইতো একদিন না একদিন সে ঠিক ফিরে আসবে তার ভালোবাসার টানে।
যখন একটা মেয়ে আস্তে আস্তে বড়ো হতে থাকে,বুঝতে থাকে ভালোলাগা কি জিনিস, জীবনসঙ্গী কি জিনিস,ভালোবাসা কি জিনিস সে একটু একটু করে তার স্বপ্নের রাজকুমারের ছবি আঁকতে থাকে তার সেই অপরিপক্ব মনের পাতায়। ওই সময়টা সত্যিই খুব রোমাঞ্চকর, অবসর সময়ে মনে মনে সে ওই মানুষটার সাথে একট