গল্পটি আঁধার দিনের। আঁধার দিনেও সূর্য ওঠে। প্রতিদিন সকাল হয়। কিন্তু আঁধার থাকে মানুষের মনে। মানুষের আত্মায়। বাতাসে মিশে যায় মানুষের অভিশাপ। সাজ্জাদও সেই আঁধার দিনের সময়ের এক মানুষ। ১৯৭১ সালের সেই যুদ্ধ দিনের মানুষ । সে জীবন যুদ্ধে হারবে না জিতবে তা বলা যায় না। শুধু বলা যায় মনুষ্যত্ব হেরে যায়। যুদ্ধ খুব খারাপ জিনিস। খুব খারাপ। ---------------------------------------------------- ©২০২০All Rights Reserved