রুপকথা: সিন্ডারেলার সৎ বোন
11 parts Ongoing আমার নাম রুপকথা। সবাই আমাকে দূর থেকে সিন্ডারেলা ভাবে। বাবা-মা নেই, সৎ মায়ের সংসার, ভাবে খুব অসহায় আমি। কিন্তু আসলে আমি তো সিন্ডারেলা নই বরং আমি সিন্ডারেলার সৎ বোন!
আমার কঠোরতা আমাকে একাকিত্ব এনে দিয়েছে আর আমি সেটাই উপভোগ করি।
কিন্তু...
সেদিনের এক্সিডেন্টের পর অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, একেবারে বাস্তব মনে হচ্ছিলো। হয়তো আমার কল্পনা। কিন্তু এরপর থেকে মনে হতে লাগলো আমি আর একা নই, আমার সাথে আরো কেউ এক জন আছে, আমার খেয়াল রাখছে। আমাকে সে দেখছে, শুধু আমি তাকে দেখতে পারছি না।
©নউসিয়াত জাহান ২০২১