সেদিনও যথারীতি আমরা রাত্রের ডিনার করার সময় গল্পো কারছিলাম , আচমকা মা বল্লো, আমার পেটে খুব ব্যাথা করছে. আমি আর দিদি খুব ব্যস্ত হয়ে পরলাম. মাকে বললাম, মা ডাক্তার ডাকতে হবে ? মা বল্লো না তার দরকার নেই, দিদিকে বল্লো, রিমি, তুই আমার তলপেটে একটু মালিস করে দে, মনে হয় আরাম পাবো . দিদি যথারীতি মায়ের কথামতো, হাতে টেল আর জল নিয়ে মার তলপেটে মালিস কারার জন্য মার কাছে গিয়ে বসে পড়লো. এবার মা, নিজের সায়ার দারিতা একটু আলগা করে বল্লো, নে এইখানে মালিস করে দে. দিদি মার কথামতো মালিস করা আরম্ভ করল আর আমাকে বল্লো, ভাই, তুই, এখন যা, দরকার হলে তোকে ডাকবো. আমি দিদির কথামতো ওখান থেকে আমার নিজের ঘরে চলে এলাম, কিন্তু আমার মনের মধ্যে মার জন্য একটা চিন্তা থেকেই গেলো. প্রায় এক ঘন্টা মতো এভাবে কেটে যাওয়ার পর আর নিজেকে ধরে রাখতে না পেরে আস্তে আস্তে মায়ের ঘরের দিকে রওনা হলাম. মার ঘরের কাছে গিয়ে দ