ফ্লার্ট করাটাকে শৈল্পিক পর্যায়ে নেয়ার প্রচেষ্টায় আছে তারা।এখন তো মানুষ কারণে অকারণে প্রেম করে, কেউ টাইম পাস করতে,কেউ বা জৈবিক তাড়নায় পড়ে,কেউবা দেখাদেখি।কিন্তু এরা এতোটা নির্দয় নিষ্ঠুর না,তাই এরা প্রেমবিলাস করে বেড়ায়।সবাইকে ভালোবাসে,কিন্তু কারো ভালোবাসা নেয় না।কখনো না চাইতেও মন ফেসে যায় কারো কারো কাছে।চলন-বলন, হাসি আর চোখের চমকে রূপবতীদের বিছিয়ে রাখা সেই জাল থেকে নিজেকে উদ্ধার করা কিন্তু সহজ কাজ না। প্রেমবিলাসী কিছু যুবকে র রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প এই,"প্রেমবিলাস"।All Rights Reserved