চোখ জোড়া বেয়ে পানি পড়ছে রুহীর।অশ্রুগুলো মুক্তো কে ও হার মানাবে।অশ্রুসিক্ত দৃষ্টি স্থির আছে কালো গোখরা খচিত আসনে বসা রোয়েনের দিকে।লোকটি ওর দিকে বাঁকা হাসছে।ওর ভয় লাগছে।লোকটা ওর কে হয়?প্রেমিক!!!স্বামী!!!না কিছু হয়না।কিন্তু প্রতিনিয়ত লোকটা ওর ওপর নিজের অধিকার ফলাচ্ছে।না চাইতে ও লোকটার সকল অাবদার পূরন করছে মুখ বুঁজে।কেন না করতে পারেনা তাকে?কেন তার বাহুডোরে রাত কাঁটাতে হয়?রুহী ফ্লোরে হাতরিয়ে পিছনে যেতে থাকে।হঠাৎ ওর হাতের কবজি চেঁপে ধরে কেউ,তারপর বুকে টেনে নেয় সে।মুখে সেই মন ভুলানো বাঁকা হাসি।All Rights Reserved
1 part