আপনি কি জানেন নামাজে (সলাতে) আল্লাহ সামনে দাঁড়িয়ে আপনি কি বলছেন?
নাকি অর্থ না জেনেই তোতা পাখির বুলির মতো আউরে যাচ্ছেন?
আল্লাহ কুরআনে বলেনঃ
"এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর" (২০:১৪)
.
"নিশ্চিতভাবে সফল মু'মিনরা, যারা নিজেদের নামাযে বিনয়াবনত"(২৩:১-২)
.
"...এবং নামায কায়েম কর। নিশ্চয় নামায অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে, এবং আল্লাহকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ কাজ..." (২৯:৪৫)
.
উপরের তিনটি আয়াত পড়ে আমরা বুঝতে পারছি যে নামায,
১. আমাদের আল্লাহকে স্মরণ করাবে,
২. বিনয়াবনত করবে এবং
৩. অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখবে।
কিন্তু বাস্তব চিত্র কি?
আমরা নামাযে দাড়িয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি, কৃষি-ক্ষেত, পরিবারের সমস্যা, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি।
আমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত, অতীব মর্যাদাবান আল্লাহর সামনে কতটুকু বিনয়াবনত?
লক্ষ কোটি মুসলিম
কোথাও থাকতে ভালো লাগে না মা
তাই তোর কাছে ছুটে আসি
তোর মুখের দিকে তাকিয়ে থাকলে
আমার ক্লান্তি ঘুম সব যায় দূর হয়ে।
তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি রে
যদি আমার সাথেই তোকে রাখতে পারতাম সারাক্ষণ
বুকটা ভরে যেত আনন্দে।
তোর শ্রীচরণ আলো করি জবা দিয়ে
কবে আমায় জবা করে ঠাঁই দিবি তোর শ্রীচরণে?
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/১১/২০২৩