1 part Complete পৌষ মেলায় বেড়ানোর জন্য একদম শেষ মুহূর্তে বোলপুরে আসেন গল্পের কথক। এবং বলাই বাহুল্য, এমন সময়ে কোনও হোটেলে একখানা ফাঁকা ঘ র পেতে বেজায় নাকাল হতে হয় তাঁকে। তবে সব মুশকিল আসান করে দেয় হোটেল রবিতীর্থ। রাস্তায়-রাস্তায় চক্কর কাটছেন, ঠিক তখনই এক বৃদ্ধ চা-ওয়ালার কাছ থেকে সন্ধান মেলে এই পাণ্ডববর্জিত হোটেলের। হাঁপ ছেড়ে বাঁচেন ভদ্রলোক। তবে সেখানে তাঁর জন্য অপেক্ষা করছে কোন ভুতুড়ে চমক? উত্তর জানতে হলে পড়ে দেখুন "হোটেল রবিতীর্থ"