এই জীবনে যে কবিতা লিখবো,তা স্বপ্নেও ভাবিনি।আবার,সেই কবিতা কেও দেখবে বা পড়বে,তা কখনো চিন্তাও করিনি।এই বইটা ড্রাফট হিসেবেই থাকবে।কখনো পাব্লিশ করবো নাকি,জানি না।লিখার একটা জায়গা দরকার ছিলো,তাই লিখলাম।যত্তসব রাবিশ! সর্বোচ্চ স্থান: #1 - poetry #2 - কবিতা #20 - bangla #23 - বাংলাAll Rights Reserved