-- আপনার রসায়ন কেমন লাগে? -- খুবই জঘন্য লাগে। স্কুলে তো আমি রসায়নেই বারবার ফেইল করতাম। তখন ভাবতাম, 'হাইয়ান' গাধাকে যদি পাইতাম তবে মারতে মারতে এলজেবরা করে দিবো! আর 'ল্যাভয়সিয়ে'কে পাইলে কাঁচা কাঁচা চিবিয়ে খাবো! -- এই যে মিস, সাবধানে কথা বলেন! আমার সামনে আপনি স্যারদের নিয়ে আজেবাজে কথা বলবেন আর আমি মুখ বোঝে সহ্য করবো তা কখনো হবে না। সম্মান দিয়ে কথা বলুন! উনারা রসায়নের জনক! বর্ণালী নিয়নের কথাকে ঠোঁট উল্টে ব্যাঙ্গ করে বললো, -- "উনাদের সম্মান দিয়ে কথা বলুন!" রাখেন আপনার সম্মান!উনারা হচ্ছেন পাদের জনক, পাদের! কেমনে পাদ দিতে হয় সেটা বলে গেছে। আপনি আর আপনার রসায়ন, এক সাথে জাহান্নামে যান। নিজেকে কী আল-কেমিস্ট ভাবেন?All Rights Reserved