সত্য যদি হয়েও যাও, এর বিপরীতে মিথ্যে থাকবে। খুবই সাধারণ বিষয়। যখন এসব সাধারণ বিষয় অলীক কল্পনার মাঝে মিশে যায়, আবেগঘন বিষয় হয়ে দাড়ায় আর যুক্তি কাজ করে না। আবার যখন মিথ্যে গুলো অলীক কল্পনার আর খাপখাওয়াতে পারে না, সরে আসে। মুছে ফেলে বিগত সব কল্পনায় সাজানো সব বাগান। এটা কল্পনার দোষ নয়, এটা আত্মকেন্দ্রীক , পীড়াদায়ক হয়ে দাড়ায়। যদিও বের হয়ে আসার আপ্রাণ চেষ্টা কোন ভাবেই ছাড়বে না। আজীবন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত আসামীর মতো সত্য মেনে নিতেই হবে। কারণ ওটা কখনই সত্য, ছিল না। মানুষ কিছু নিছক কল্পনায় তার কল্পনার বাগান সাজায়। মূলত এর কোন বাস্তব অস্তিত্ব দেয়ার মতো নির্ভার শপথ কখনই মন থেকে দিতে পারে না ।
যদিও পরিস্থিতি অনুযায়ী না ভেবে কত বলে থাকবে, যার কোন বাস্তব মানে নেই। নিছক ভাবে সাজানো। এ থেকে বের হয়ে আসতে পারাটা বিরাট বিপার।
নতুনত্ব ভাবতে গেলেও ভুল গুলো এসে হূল ফুটিয়