
গল্পগুলো আমার কাছের বন্ধুদের নিয়েই লেখা।কেউবা আমার অনেক কাছের মানুষও ছিল বটে। কিন্তু আপত্তি সত্ত্বেও অনেক সম্পর্ক ব্যবলিনের শূণ্য উদ্যানের মতোই মিশে যায়। আর কারো গল্প কখনো শেষ হবার থাকে না। অধৈর্য বয়সের আজাইরা চিন্তা আর উথাল-পাতাল কাজগুলো কল্পকাহিনীকেও হার মানায়। সেগুলোকে বেধে রেখেছি হাসির গল্পসল্প বলে। বন্ধুত্বের এই বয়সে বন্ধুদের সাথের-স্মৃতি-মুহুর্ত গুলো নিয়েই করা লিপিবন্দি।All Rights Reserved