উপরওয়ালা সবার জন্যই সর্বোত্তম কিছু ঠিক করে রেখেছেন। কিন্তু আমরা খানিক মরীচিকার পেছনে ছুটে জীবিনের রঙ হারিয়ে ফেলি। তারজন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী অধিকাংশে। তাই নিজের জীবন নিজের, নিজের জীবনের রঙ এর দায়িত্ব নিজের। নিজের জীবনকে রঙিন রাখার দায়িত্বও আমাদের নিজের। সবার জীবনে ভালোবাসা ঠিকই আসে, হয়তো ভালোবাসা বারবার আসে কিন্তু " ভালোবাসার নীড় " একবারই আসবে।আর সে কখনই আপনাকে ছেড়ে যাবে না বরং আপনার কাছে অকারনেই থেকে যাবে আপনাকে তার নিজের " ভালোবাসার নীড় " মনে করে। তাই অপেক্ষা করুন নিজের ভালোবাসার নীড়ের জন্য।All Rights Reserved