গল্পের নায়ক আবিদ যখন ইঞ্জিনিয়ারিং এর শেষবর্ষে তখন তার কলেজের নবীনবরন অনুষ্ঠানে প্রথম দেখতে পায় গল্পের নায়িকা মেঘকে। এই নবীনবরন এর কয়েকমাস আগেই আবিদের ব্রেকাপ হয় তার প্রেমিকার সাথে। গল্পের নায়ক আবিদ এর আগেও বহু প্রেম করেছে, কিন্তু কোনো মেয়েকে প্রথম দেখাতেই ভালোবাসতে পারেনি সে। কিন্তু মেঘকে দেখার পরে সে আবিষ্কার করে যে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে মেঘ নামের মেয়েটিকে। আবিদ খুবই রাগচটা প্রকৃতির। আবিদ যেমন রাগ করতে পারে, রাগ দেখাতে পারে, ঠিক তেমনি ভালোওবাসতে পারে সেটা ফুটিয়ে তোলার জন্যই গল্পে বিভিন্ন চরিত্র এবং ঘটনার সৃষ্টি হয়। একপর্যায়ে গিয়ে নায়িকার ভাই আবিদকে 'অসামাজিক জীব' এবং আরো নানান কথা বলে অপমান করলে, এবং মেঘও আবিদকে সাময়িক সময়ের জন্য ভুল বুঝলে ভেঙে যায় আবিদ আর মেঘের দীর্ঘ সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক। তারপর কী হলো? কীভাবে এই ভুল বোঝাবুঝ