জীবনকে যত সহজভাবে দেখবেন জীবন ঠিক ততটা সহজ হবে। ভালোবাসা ব্যাতিত অন্যকিছু দিয়ে সম্পর্ক বিচার করতে যাবেন না। সময় আর নিয়মের উর্ধে কেউ নয়, আজ আপনি যাকে ছুড়ে ফেলে দিচ্ছেন কাল সে আপনাকে আগলে রাখার ক্ষমতা নিয়ে ফিরে আসবে। আজ আপনি যাকে উপহাস করছেন কাল সে আফসোস হয়ে ফিরে আসবে আপনার জীবনে, মাইন্ড ইট!All Rights Reserved