(This is the Bengali version of 'How To Get Reads, Votes and Comments - A Guide' by Katherine A. Ganzel. The summary has been shortened due to character support issues.) কিভাবে আমি বেশি রিড, ভোট এবং মন্তব্য পেতে পারি? তুমি যদি নিজেকে এই প্রশ্নটি করে থাকো, সেক্ষেত্রে আমার কাছে এর কিছু উত্তর রয়েছে। পাঠকদের কাছে পৌঁছাতে তুমি কি করতে পারো? পাঠকদের ভোট এবং মন্তব্য রাখার জন্য উৎসাহিত করতে কি করা যেতে পারে? ঠিক কি কি উপায় অবলম্বনে তোমার লেখাগুলো ছড়িয়ে দিতে পারো? এই #১ গাইডটি লিখেছেন একজন ওয়াটপ্যাড অ্যাম্বাসেডর এবং এটি বিশেষভাবে সাজানো হয়েছে নতুন ওয়াটপ্যাড লেখকদের জন্য। এই পাতাটির পরেই তোমার জন্য অপেক্ষা করছে অজস্র পরামর্শ, উপদেশ এবং ব্যক্তিগত মতামত- যার মধ্যে রয়েছে আমার নিজের ওয়াটি অ্যাওয়ার্ড বিজয়ী লেখার ক্ষেত্রে অবলম্বন করা উপায় সমূহ।All Rights Reserved