রাইমার জীবন কাটছিলো স্বাভাবিকভাবেই। বাবা-মায়ের আদর আর স্কুল জীবনের হাসি-ঠাট্টায় সেইসব দিনগুলো ছিলো আনন্দে ভরপুর। এরই মাঝে জীবন যেন পরিপূর্ণতা পায় প্রথম প্রেমের আগমনে। প্রেম থেকে পরিণয় সবাই তো চায়, রাইমা আর অনিক ও। স্বপ্নগুলো হাতছানি দেয় আর নিষ্পাপ হৃদয় তা ছুঁয়ে দেখতে চায়। দিন আসে দিন যায়, তবে জীবন থেকে কেউ একবার বিদায় নিলে আর ফেরত আসে না। তাই ভাঙ্গা হৃদয় গড়ার ভান করতে হয়, লড়াইটাতো চালিয়ে যেতে হবে বৈকি! ফুড়িয়ে আসে বাবার রাজকন্যা হয়ে থাকার দিন কারণ ঘনিয়ে আসে পরিণত হওয়ার দিন, নইলে যে পরদেশে এই জীবনযুদ্ধে আর জেতা হবে না!গগনবিদারী চিৎকার করে বলতে ইচ্ছে হয় রাইমার, জানো তো বাবা, আমি যে ততক্ষণই তোমার রাজকন্যা যতক্ষণ তুমি আছো! __________________________________ এই বইটি যেসব প্রজেক্টের অন্তর্ভুক্ত: #amadergolpo #bengaliwriters #ProjectIAmStrong #projectasiangirls #shecandoitAll Rights Reserved