লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। বোধহয় আমি দার্শনিক নই তবুও দার্শনিক বনে একটা কথা বলছি, " জীবনে কখনও কোনো বস্তু নিয়ে মনে আশা পুষবেন না। " কোনো জিনিস নিয়ে আশা করে যখন সে আশা পুরন হয় না, যখন সে আশা ভেঙে যায় তখন পৃথীবির সবচেয়ে যন্ত্রনার অনুভুতি অনুভুব হয়ে বুকে। আশা কিংবা মন ভাঙার কোনো শব্দ হয় না, এই দুটো জিনিসের ভাঙন চোখে দেখাও যায় না। তবে যার আশা আর মন এই দুটো জিনিস ভাঙে সেই জানে বেচে থাকাটা ঠিক কতটা কষ্টের, ঠিক কতটা যন্ত্রনার।All Rights Reserved