1 part Complete গভীর রাতে উত্তর বঙ ্গের ছোট্ট, কুয়াশাচ্ছন্ন একটা পাহাড়ি স্টেশনে নামল গৌরব। কলকাতার ছেলে সে; পেশায় একজন ডাক্তার। বাল্যবন্ধু সরোজের নিমন্ত্রণেই এই পাণ্ডববর্জিত অঞ্চলে তার ঘুরতে আসা। কিন্তু ফাঁকা প্ল্যাটফর্মে নামার পর গৌরবের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় পারুলের। কে এই পারুল? কেনই বা এমন হিমশীতল নিশুতি রাতে আচমকা মেয়েটির আবির্ভাব ঘটল এই জনমানবশূন্য স্টেশন-চত্বরে? সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে "উপকার"