ডাঃ শিমুল একটু ভালো করে ওয়াসির দিকে তাকালো। জ্বরে বোধহয় মেয়েটার মাথা পুরোপুরি গেছে! বিরক্ত হয়ে বললো, "এই হসপিটালেরই তৃতীয় তলায় সাজিদ প্রেকটিস করতে বসে। তুমি চাইলে তার কাছে ট্রিটমেন্ট এর জন্য যেতে পারো।" ----"আপনার সাইকিয়াট্রিস্ট বন্ধুর কাছে ট্রিটমেন্ট করতে আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন?! কী বোঝাতে চাইছেন? আমি সাইকো?"All Rights Reserved