জীবন মরণ, সত্যি মিথ্যে, খুঁজে পাওয়া ভার জীবনের টানে। মনের অগোচরে লুকিয়ে রাখা যতো কথা, ছন্দের বাঁধন কি আর মানে? বাংলা যেনো খুঁজেই পাওয়া যায়না এই Wattpad এর দুনিয়ায়। একটা আন্তর্জাতিক ভাষা যে এতটা underrepresented হতে পারে তা আজ #বাংলা সার্চ করেই বুঝতে পারলাম. তাই আজকে আমার এই কবিতার বই যদি একটুও সাহায্য করে বাংলা কে তুলে ধরতে এই মঞ্চে!All Rights Reserved