55 parts Ongoing এতিম ষোড়শী কন্যা রুহী মামীর অত্যাচারে নির্যাতিত হতে থাকে দিনের পর দিন।মামা আফজাল রহমান রুহীকে দিয়ে আসে দীপাঞ্জলী এতিম খানায়।সেখানে অন্যান্য শিশুদের সাথে বড় হতে থাকে রুহী।অপর দিকে রোয়েন আহমেদ নামকরা মাফিয়া টাইগার টিমের লিডার সে।জীবনে প্রেম ভালোবাসা কোন কিছুই স্থান পায়নি।প্রত্যেক রাত কাঁটে ভিন্ন মেয়েদের নেশায়।মেয়েদের প্রতি আসক্তি রাতে থাকলে ও সকালের আলোয় সেই আসক্তি ও মুছে যায়। মায়ের আদর ছাড়া জীবনের ৩৩ টা বছর কাঁটিয়ে দিয়েছে চাচা জামাল আহমেদের আশ্রয়ে।বাবা আরমান আহমেদের কাছে কখনো মমতার ছোঁয়া পায়নি রোয়েন আহমেদ।এই ছন্নছাড়া অন্ধকার জীবনে কি রুহী পারবে ভালবাসার ফুল ফোঁটাতে নাকি বাকি সবার মতো রোয়েনকে ছেড়ে চলে যাবে
আর ফেলে যাবে এই অন্ধকার জগতে।
জানতে চোখ রাখুন My Mafia Boss গল্পে😊😊