বন্ধুকে দেয়া কথা রাখতে মেঘার ইচ্ছার বিরুদ্ধে যেয়ে মেঘার বিয়ে ঠিক করেন মেঘার বাবা রাশেদ। মেঘার পছন্দের মানুষ, অন্তিককে তার বাবা কিছুতেই মেনে নেন না। কারণ হিসেবে বলেন, Same batch তাই বিয়ে হতে দেরি হবে আর মেঘার বাবা মা দেরি করতে রাজি নন। অন্তিক বিদেশে চলে যায় মেঘাকে ভুলে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মেঘা? মেঘার কি হয় পরবর্তীতে? জানতে হলে পড়তে হবে ধারাবাহিক নাটক- ব্যাচমেটস।All Rights Reserved