1 part Ongoing এই গল্পের ব্যাপারে বলার কিছু নেই। পড়ার ইচ্ছা থাকলে পড়েন, না হলে বাসায় তো বাটির অভাব নেই। বসে বসে মুড়িও খেতে পারেন। অপরাধ হবে না।
একটা জিনিস দেখে দুঃখ পেলাম। Wattpad এ বাংলা গল্প একেবারে নেই বললেই চললে। আমার এই গল্প টা লিখার মূল উদ্দেশ্য কিন্তু এটাই। বাংলা গল্প লিখে Wattpad ভরিয়ে দেন এই অনুপ্রেরণা দেয়ার জন্যই আমার এখানে আসা।
ডানপাশে ১৮+ লিখা আছে। তো যাদের বয়স ১৮+ হয়নি তারা আমার গল্প তাড়াতাড়ি পড়ো। কারণ এগুলো পড়ার আগ্রহ Under 18+ দেরই বেশি থাকে!
জীবন থেকে কিছু সময় নষ্ট করার জন্য মানসিকভাবে প্রস্তুত হোন এবং লেখাটা পড়ে লেখককে অনুপ্রেরণা দান করুন।
বিদায়!