ইশা ভ্রুকুটি করে প্রশ্নটা করলো সায়াহ্নকে " কোথায় ছিলে এতো সকালে?"- হাল্কা হাসলো সায়াহ্ন, মৃদু পা ফেলে পেছন থেকেই জড়িয়ে ধরলো ইশাকে, "তোমার জন্য সতিন খুজতে গিয়েছিলাম ইশু! রাজ্যটা মেঘের নাম তার মেঘ-মল্লিকা!"- সায়াহ্ন- বিরক্তি মেশানো হাসি হাসলো ইশা " যাহ,,ইনসিয়ার সাথে গেয়েছিলে? "- ইশা "না, ব্যাপরটা ঠিক তেমন নয়! জগিং করার সময় দেখা হয়েছিলো পরে একসাথেই এসেছি"- সায়াহ্ন ইশার ঘাড়ে মুখ গুঁজতে গুঁজতেই আবার বললো, " আমার একমাত্র মেঘ-মল্লিকা তো তুমি ইশু, আমার মেঘ রাজ্যের মেঘ-সম্রাজ্ঞী! "- ইশা পিছন ফিরে তাকালো, সায়াহ্নের চোখে চোখ রেখে বলে উঠলো, " এতো ভালোবাসেন কেন মেঘ-রাজ? যদি চলে যাই? "- "তুৃমি আমায় ছেড়ে গেলে নিজেই দগ্ধ হতে হতে আবার এই আমার কাছেই ফিরে আসবে "-সায়াহ্ন ইশার গালে নিজের অধর জোড়া স্পর্শ করে বললো, অচিরেই ইশা শুধু হাসলো! ছেলেটা মনে হয় পাগল! এতোটা উন্মাদনার কারণ কি?