সামারসেট মম আমার প্রিয় লেখকদের একজন। তার লেখার ধরণ হৃদয় স্পর্শ করে এবং প্লটও অসাধারণ হয়। 'বিপদের বন্ধু' গল্পের বার্টনকে আমি যেন আশেপাশেই দেখতে পাই। কেট চোপিনের নারীবাদী গল্প 'এক ঘন্টার গল্প" এখন অনেক জনপ্রিয়। কিন্তু লেখিকা অনেক পুরনো, জন্ম ১৮৫০ সালে আমেরিকায়। তার জীবনও একটা গল্প। আরইউন শ আমার আরেকজন প্রিয় লেখক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার 'ভয়েস অব সামার' উপন্যাসটি প্রথম পড়ি। 'গ্রীষ্মের পোশাক পরিহতি মেয়েরা' তার অন্যান্য লেখা থেকে একটু আলাদা মনে হয়। কাচিকার সাথে কথা হত একটি চ্যাট রুমে। বুদাপেস্টের মেয়ে। ও-ই আমাকে গল্পটার কথা বলেছিল, টেলিফোন বুথের গল্প। আমি তো পড়ে অভিভূত! মাঝে মাঝে জানতে ইচ্ছে করে সেই চার লাইনে আসলে কী ছিল! লেখক অরকেনি ইস্টভানকে (জন্ম ১৯১২) স্মরণ রাখতে বুদাপেস্টে একটি ডামি টেলিফোন বুথ স্থাপন করা হয়েছে যা দেখতে পর্যটকরা ভীড় করে সেখানে। অরAll Rights Reserved