2 parts Complete এক ঝড়-বাদলের রাতে অবিনাশের বাড়িতে আসে তার বন্ধু প্রণবেশ। আলুথালু চেহারা, চোখেমুখে চিন্তার গভীর ছাপ। প্রণবেশ জানায়, ওর নতুন বাড়িতে কিছু অস্বাভাবিক কাণ্ডকারখানা শুরু হয়েছে। প্রতি রাতে ঠিক আড়াইটার সময় বাড়ির একটা নির্দিষ্ট ঘর থেকে ভেসে আসে গান-বাজনার শব্দ। অট্টালিকার মতো বিশাল জমিদার বাড়িটা সদ্য কিনেছিল প্রণবেশ, কিন্তু এখন এই ভৌতিক উপদ্রবের জন্য ওখানে টেকা দায়। কেন হচ্ছে এই অলৌকিক উৎপাত? অবিনাশ কি পারবে সমস্যার সমাধান করতে? জানতে হলে পড়ুন ধারাবাহিক গল্প "রাত তখন আড়াইটা"