কিছু কথা যা সহজে বলা যায় না প্রকাশিত হয় কবিতার রুপ নিয়ে। ঠিক তেমনই আমার অব্যক্ত কিছু কথা ব লা হলো কবিতার মাধ্যমে।
আশা করি কবিতা প্রেমীদের আমার কবিতাগুলো পছন্দ হবে। যে কোন ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখার অনুরোধ থাকলো।
আমার একটি কবিতার আরেকটির সাথে কোন সম্পর্ক নেই। আবার একটি আরেকটি থেকে অনেক ভিন্ন। একটি কবিতা পড়ে আরেকটা কবিতাকে অনুমাণ করাটা হবে নিছক বোকামি। তাই অনুরোধ থাকলো, একটি পড়ে ভালো না লাগলেও পরেরটি অবশ্যই পড়বেন।
সকল পাঠকদের অগ্রীম ধন্যবাদ।