আমি হিজাব পরি, কিন্তু আসলে আমি হিজাব পরি না! আবার পড়ুন, আমি হিজাব পরি, কিন্তু আসলে আমি হিজাব পরি না!💔 👉🏻হিজাব কি শুধুই এক টুকরা কাপড়??? হিজাব একটা পরিচয়, আল্লাহর সাথে বান্দার কমিটমেন্ট এবং পবিত্রতার প্রতীক। আমার সৌন্দর্য, সুস্থতা শরীর নিয়ে যত অহমিকা সবই আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের রক্ষাও সেভাবেই করতে হবে, যেভাবে আল্লাহ রক্ষা করতে বলেছেন। যিনি আমাকে জীবন দিয়েছেন, চেহারা দিয়েছেন তার কথামত না চলে আমি কি খুব শান্তিতে আছি??😥 💚 হিজাব পড়বো রবের সন্তুষ্টির জন্য। দুনিয়া আখেরাতে নিজের এবং অপরের কল্যাণের জন্য। নিজের খামখেয়ালীপনা প্রকাশ করার জন্য নয়। 💜 পর্দা একটা আমল, নেক কাজ এবং দায়িত্ব। অন্য যেকোনো বড় দায়িত্বে সাফল্যের জন্যে যে রকম খাটতে হয়, ঘাম ঝরাতে হয়, কষ্ট করতে হয়। এটাও তার ব্যতিক্রম নয়।All Rights Reserved
1 part