61 parts Ongoing নিজের কিছু কথা:)
আস্সালামুআলাইকুম,
যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম।
প্রথম দিকে কিছুই হত না তারপর ;
স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি!
আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের খোরাক যোগায় তাই এলোমেলো কথাগুলোকে গুছিয়ে লিখার চেষ্টা করি।
আমি প্রকৃতি ভালোবাসি, তাই জীবনের ভালোলাগা, সুখ-দুঃখ, জটিলতা আর কঠিনতাকে সহজ সরল ভাষায়;প্রকৃতির উপমায় উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র!
প্রায় দীর্ঘ ১২ বছর পর আবার লেখা শুরু করার সাহস যুগিয়েছে এবং সুযোগ করে দিয়েছে ওয়াট প্যাড। স্বপ্নটাকে ছুঁয়ে দেখবার আশা জাগিয়েছে ওয়াটপ্যাড!!!
তাই কবিতা পড়ে আলোচনা- সমালোচনার ঝড় তুলুন।
তবেই তো মূল্যায়ন হবে কবিতার সর্বোপরি কবির।
যেভাবে রান্না স্বাদ হলে খোঁজ পরে রাধুনীর!:)