সময়ের মতো শিক্ষক দ্বিতীয়টি আর নেই। তাই হয়তো সময়ের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো অনন্য, অন্তহীন, যে শিক্ষা গ্রহণ করে যেতে হয় আজীবন। ব্যক্তিগত জীবনের ছায়াপাত ঘটা এমনই কিছু জীবন শিক্ষার সংগ্রহ এই জীবনদর্শন...
ম্যাসেঞ্জারের টুংটাং শব্দে তুমি যখন ক্লা ন্ত প্রায়।কিংবা ফোন কলের জঞ্জালে অতিষ্ঠ। অথবা যান্ত্রিক আবেগে এক ঘেয়ে তোমার মন।সেরকম কোনো এক রাতে, হঠাৎ করেই দেখলে আমি ঠিক তোমার সামনে। যান্ত্রিকতার বলয় ছেড়ে ডাকপিয়ন সেজে।আর হাতে লেখা চিঠি তোমার জন্যে।তখনও কি তুমি বিরবির করে কানে কানে,তোমার লেখা কবিতা শুনাবে নাহ?
ঠিক এমন ই কিছু অনুভূতি নিয়ে লেখা কবিতাটি।
লেখার-সময়কাল:২০২০(শখের চিঠি লেখার ১/২ দিন পর)
কাভার-মেকার: মোতাসিম মিসবাহ