গল্প উপন্যাসে সবসময় দেখা যায়, যাকে ভাললাগে, সে ও ভালবাসা ফেরত দেয়।অথচ জীবন তো এমন নয়। যাকে ভালবাসা হয়, তাকে কি আদৌ পাওয়া যায়? নাকি সে থেকে যায় ধরাছোঁয়া এর আড়ালেই! শুভ্রার কারন ছাড়া ভালোলাগায় নিজের জীবনের কদর্য সত্য কে ভোলার আকুতি আর সামিনের নিজেকে বোঝার চেষ্টায় অসীম কে ধরতে চাওয়ার একটি গল ্প। ভালোবাসা এখানে আছে প্রচুর, কিন্তু পাওয়া নেই। কারন জীবন ইকুয়েশন মেনে চলে না, চলে নিজের মতন!All Rights Reserved