যদি আমাকে না পেলেও তোমার দিব্যি দিন কাটে,
সকালের নাস্তা হয়, তারপর দুপুরের খাবার,
রাতের খাবার শেষে-
ঘুমে আচ্ছন্ন হয় তোমার চোখের শহর,
তবে বুঝে নিও প্রিয়-
আমার জন্য কিছুই থেমে নেই তোমার।
আমার কথা
------------
আমাদের চারপাশের মুখোশাবৃত সমাজটার নগ্ন চ িত্র আর চরিত্র উত্খলনে আজ আমি ইকবাল চৌধুরী কিবোর্ড হাতে। আমার লেখা কবিতার ধারাবাহিক প্রকাশনা করতে ইচ্ছুক এই বইটিতে। আপনার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার লেখা পড়ে আপনার ভালো-মন্দ মতামত জানাবেন। আশা করি আপনাদের গঠনমূলক মতামত আমায় কবিতা সমগ্রের ধারাবাহিক আপডেটে প্রলুব্ধ করবে।
ধন্যবাদ সবাইকে