অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যদি কোন ভাবে তুমি ভবিষ্যতে পৌঁছে যাও। নিজের মৃত্যুর নিজের চোখে দেখতে পাও। ভবিষ্যতের ঘটনাগুলি আগেভাগে জেনে যাও। তাহলে তুমি কী করবে? পরিবর্তন কী কিছু হবে? না অপরিবর্তিত থাকবে সবকিছু। না শুধু মনেরই পরিবর্তন ঘটবে। গল্পের কথক ও তার বন্ধু অতীন্দ্র, চিটফান্ড কাণ্ডের তদন্তের দরুন গেছে ডিজেবাজা নামক এক পান্ডববর্জিত গ্রামে; আশ্রয় নেই এক বৃদ্ধের বাড়িতে। সেখানেই রাত্রিরে দুটোর পর থেকেই যত সব উদ্ভট ঘটনার সাক্ষী হতে থাকে, বৃদ্ধের মৃত্যু থেকে শুরু করে নিজের মৃত্যুর। মানুষের মনে আশার আলো জ্বালাতে সক্ষম এক স্যুটকেস রক্ষার তাগিদে লড়তে থাকে। প্রথমে মনে হয় বন্ধু তার সাহায্য করছে, পরে মনে হয় তার হত্যা। সকালে ঘুম থেকে উঠে নিজেকে এক জঙ্গলের মধ্যে পায়; রাতের সব ঘটনা তার কাছে স্বপ্ন মনে হয়, কখনো বা মনে হয় ভবিষ্যৎ। স্যুটকেসটা এজেন্সি তে জমা দে
20 parts