দৃশ্যহীন দৃশ্যতা (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
9 parts Complete শাহেদ আর বাড়ির ভিতর প্রবেশ করলো না। সে ভাবতে লাগলো কীভাবে সে তার ভাইকে রক্ষা করবে এই পিশাচরূপী মানুষগুলোর হাত থেকে, যারা একটি শিশুর শরীরের ভিতরের অঙ্গগুলো বেঁচার নেশায় উন্মত্ত হয়ে উঠেছে। একবারটিও ভাবছে না এই শিশুটিও তাদের মতো মানুষ। তাদের মতো তারও বাঁচার অধিকার আছে। আর তার নিজের চাচিও যেখানে দেখছে তার লাভের দিকটা। যার কারণে সে ৯ বছরের এই শিশুটিকে ৯০০০ টাকার বিনিময়ে দিয়ে দিতেও কুণ্ঠা বোধ করছে না। একবারটিও কেঁপে উঠছে না তার বুক। হাহ, এই বর্তমান যুগের অবস্থা। এই তাদের সামাজিক আচরণ, যা কিনা ভঙ্গ করে দেয় নিম্নশ্রেণির প্রাণীগুলোর স্বভাবকেও।