ভালবাসা কি সবসময় পূর্ণতা পায়? নাকি কোন অদৃশ্য বাঁধা ভালবাসাও পেরোতে পারে না? মন মগজের দ্বন্দ্বে ভালবাসা কি কমে যায় নাকি ভালবাসা না কমলেও দূরে চলে যেতে হয়? ভালবাসার এই অন্যরকম গল্পই প্রেমে পড়া বারণ...।
প্রিতুল দুইদফায় পনেরশ টাকা রাস্তা থেকে কুড়িয়ে পায়, সে চেয়েছিল টাকা টা ভালো কাজে ব্যায় করবে।কিন্তু সে টাকাটা ব্যায় করে খারাপ কাজে। আর যার পরিণতি তাকে দেয় অনেক কিছু হারানোর বেদনা।