গভীর রাত, চারিদিকে অন্ধকার। জায়গাটা লিসার খুবই অপরিচিত। --- এটা আমি কোথায় এলাম ? আমি তো এই জায়গাটা তো আমি চিনিই না। ( আশে পাশে তাকিয়ে ভয়ে ভয়ে বলল লিসা ) বলে লিসা সামনের দিকে হাঁটতে লাগল। কিছুদূর হাঁটতেই লিসা বড় একটা প্যালেসের মতো দেখল।প্যালেসের সামনে একটা বড় গেট। --- প্যালেসটা কি বড় ? একবার ওখানে গিয়ে দেখি। ( লিসা ) বলেই লিসা প্যালেসের দিকে হাঁটতে শুরু করল। তখনই লিসা খেয়াল করল কতগুলো ভয়ংকর নেকড়ে ওর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই ওকে খেয়ে ফেলবে। ভয়ে লিসার গাঁ শিরশির করে উঠছে। --- একি এই নেকড়েগুলো কোথা থেকে এলো ? আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন ? মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে। ( ভয়ে ভয়ে বলল লিসা ) --- লিসারে তুই আজকে শেষ। তোকে একটু পর এই নেকড়েদের পেটে যেতে হবে। ( কাঁদো কাঁদো স্বরে বলল লিসা ) লিসা দেখল নেকড়েগুলো ওর দিকেই এগিয়ে আসছে। লিসা ভয়ে চোখ বন্ধ করেAll Rights Reserved