-বসতে মন চাইলে বসতে পারেন। আমার আপত্তি নেই। শ্রাবণের চোখ কপালে উঠলো। বুকটা দুরুদুরু করে কেঁপে উঠলো। জলদি করে আশে পাশে তাকালো। কাউকে দেখতে পেল না। তাহলে এই মেয়েটা কাকে এই কথা বলল? মেয়েটি আবার শ্রাবণের উদ্দেশ্যে বলল, -আশে পাশে আমি আপনাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আপনাকেই বলেছি। শ্রাবণ মাসেরই এক সন্ধ্যায়, শ্রাবণের একটা মেয়ের প্রতি অনুভূতি তৈরি হয়। মেয়েটি কীভাবে যেন ওর মনের কথা বুঝতে পারে। শ্রাবণের আর কোনোদিন অন্য কোন মেয়ের প্রতি এতটা আকর্ষণ হয়নি যতটা এই মেয়ের প্রতি হয়েছে। মেয়েটা মোটা, কিন্তু অনেক গুণের অধিকারী। মেয়ের বাবা মা নেই, থাকে চাচা চাচির কাছে। যখন থেকে নিজে উপার্জন করে, তখন আলাদা হয়ে যায়। কিন্তু শ্রাবণের মা মোটা মেয়ে পছন্দ করেন না। কোনভাবেই তিনি তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। অনেক ষড়যন্ত্র করে তিনি তাদের আলাদা করতে চেয়েছেন, আর অনেক কিছু হAll Rights Reserved