ঘুম ভাঙল একটু বেলাতে অঙ্কিতার। চোখ রগঢ়ে উঠে পড়ল সে। রৌনক খাটে নেই। হয়তো উঠে পড়েছে এই ভেবে খাট থেকে নেমে বারান্দায় এসে দাঁড়াল অঙ্কিতা। হঠাৎ টেবিলের উপর চোখ পড়ল তার। টেবিলের উপর চিঠি রয়েছে। টেবিল উপর থেকে চিঠিটা তুলে পড়তে লাগল অঙ্কিতা। --- অঙ্কিতা, আমি চলে যাচ্ছি। কবে ফিরবো জানি না। তবে তোমার কাছে আমি ক্ষমা চাইছি তোমাকে না জানিয়ে চলে যাবার জন্য। তুমি বলেছিলে আজ মানসী এলো না। সে আর কোনোদিন আসবে না। কারণ, মানসী আজ মারা গেছে। -------------- ------ । চিঠিটা পরে সোফাতে ধপ করে বসে পড়ল অঙ্কিতা। তার জীবনে কেন এমন হলো রৌনক তাকে ছেড়ে চলে গেল! এটাকে কি চলে যাওয়া বলে নাকি পালিয়ে যাওয়া বলে? এই মুহুর্তে সবকিছু যেন মিথ্যে হয়ে গেল অঙ্কিতার কাছে। দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়লো ।All Rights Reserved